25.7 C
Bangladesh
Friday, December 6, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতধর্ষনবখাটে যুবকের হাতে কলেজ ছাত্রী ধর্ষণের চেষ্টা

বখাটে যুবকের হাতে কলেজ ছাত্রী ধর্ষণের চেষ্টা

মো ফেরদৌস মোল্লা,পিরোজপুর জেলা প্রতিনিধি
উপজেলার লক্ষিপুরা মহল্লায় গতকাল মঙ্গলবার (হামিদা-১৯) এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় সোহেল মুন্সি (২৬) নামের এক বখাটে। এ ঘটনায় মেয়েটি ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে পুলিশ ওই বখাটে সোহেল মুন্সী এবং এর সহযোগী ফিরোজা বেগমকে গ্রেপ্তার করেছে। সোহেল মুন্সী লক্ষিপুরা মহল্লার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মফিজুর রহমান ফিরোজ মুন্সীর ছেলে। মেয়েটি ভাণ্ডারিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণীতে লেখা পড়া করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি কলেজে ভর্তির সময়ে রেখে যাওয়া সার্টিফিকেট নিতে তার দূর সম্পর্কের খালা ফিরোজা বেগমের ভাড়াটিয়া বাসায় যায়। মঙ্গলবার সকালে বখাটে দরজা নক করে ভেতরে প্রবেশ মেয়েটিকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায় এ সময় মেয়েটির ডাক চিৎকারে প্রতিবেশী শ্রমিকরা ছুটে এলে মেয়েটি এ নরুপশুর হাত থেকে রক্ষা পায়। তবে তার খালা ফিরোজা বেগম এতে বাধা দেয়নি।
ভাণ্ডারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামালা দায়ের করেছে। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

Most Popular

Recent Comments