32 C
Bangladesh
Wednesday, September 18, 2024
spot_imgspot_img
Homeকরোনা ভ্যাক্সিনবদলগাছীতে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রম শুরু

বদলগাছীতে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রম শুরু

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

দেশব্যাপী নতুন করে এক কোটি মানুষকে করোনার টিকা দেয়ার উদ্যোগ
নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের তত্ত¡বধানে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়
উপজেলার সকল ইউনিয়নে টিকা দান কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য
বিভাগ। প্রতিটি ইউনিয়নে প্রতিদিন ৩ টি করে ওয়ার্ডে এই টিকা
দেয়া হবে। যাদের বয়স ২৫ বছরের উপরে তাদেরকে টিকা দেয়ার জন্য ইতোমধ্যে
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারনা চালানো হয়েছে। আজ (৭ আগস্ট)
থেকে ৩ দিন ব্যাপী নতুন করে ক্যাম্পের আওতায় এই টিকাদান কার্যক্রম শুরু
হচ্ছে। এ উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ৩ টি ওয়ার্ডে একটি করে
টিকাদান বুথ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড বুথ থেকে ২শ জন করে এক
ইউনিয়নে প্রতিদিন ৬শ জন ব্যক্তিকে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। প্রথম
দফায় প্রতিটি ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের বাসিন্দাদের টিকা দেয়া হচ্ছে।
বাকি ওয়ার্ডগুলোতে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কানিস ফারহানা বলেন, ইউনিয়ন পর্যায়ে ১ম ধাপে টিকা দান কর্মসূচিতে সাধারণ মানুষের
মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকলকে
টিকা আওতায় আনা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন জানান, উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষকে টিকার আওতায় আনা হবে।

Most Popular

Recent Comments