25.4 C
Bangladesh
Friday, October 4, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনাবদলগাছীতে নদীতে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু

বদলগাছীতে নদীতে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর বদলগাছী উপজেলার ডাকবাংলো সংলগ্ন ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে আবু শাহাদত শাহী সরদার (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মৃত শাহী সরদার উপজেলার সদরের সরদারপাড়া মহল্লার একরামুল হক বাবুল সরদারের ছেলে। সে ঢাকার মুন্সী আব্দুর
রউফ কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র।
বন্ধু ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট (শনিবার) বেলা ১১ টায় বন্ধুদের সাথে সদর উপজেলার নতুন ব্রিজের দক্ষিণ পার্শ্বে রিভার সিটি পাকের্র নিচে ফুটবল খেলতে
আসে। ফুটবল খেলা শেষে বেলা পৌনে ১ টায় নদীতে গোসল করতে নামে। গোসলে নেমে তিন বন্ধু নদীর ওপারে পার হওয়ার সময় দুই বন্ধু পাড়ে উঠলেও শাহী কিনারে উঠতে পারে
নি। সে নদীর মধ্যে গিয়ে ডুবে যাওয়ার সময় বন্ধুদের সাহায্য চাইলে কিনারে থাকা অন্য বন্ধুরা বাঁশ নিয়ে নদীতে নামার আগেই সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা তার বন্ধু মারুফ, রাতুল, মাসুম ও বাপ্পা জানায়,
আমরা তাদেরকে অনেকবার নদীর ওইপারে যেতে নিষেধ করেছি কিন্তু তারা আমাদের কথা শোনেনি। তারা তাদের প্রিয় বন্ধুকে হারিয়ে বাকরূদ্ধ হয়ে পড়েছে। এঘটনায় এলাকায়
শোকের ছায়া বিরাজ করছে।

ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে।ফায়ার সার্ভিসের ডুবরি দল উপস্থিত হয়ে ৬ ঘন্টা অভিযান চালিয়ে মৃত কিশোরের লাশ উদ্ধার করেন।

Most Popular

Recent Comments