26.1 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeবরিশাল বিশ্ববিদ্যালয়বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবহন ও আবাসিক হল ফি মওকুফ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবহন ও আবাসিক হল ফি মওকুফ

ববি প্রতিনিধি, মোঃ তারিকুল ইসলাম আরিফ

করোনা পরিস্থিতিতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারনে শিক্ষার্থীদের বিগত এক বছরের পরিবহন ও আবাসিক ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)কর্তৃপক্ষ।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির এক জরুরি অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.মো. খোরশেদ আলম।

প্রক্টর বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে রবিবার বিকালে পরিবহন ও আবাসিক খাতের ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু যারা ইতিমধ্যে পরিবহন ফি জমা দিয়েছে তাদের সমুদয় অর্থ পরে সমন্বয় করা হবে।

পরিবহন ফি ও আবাসিক ফি মওকুফের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানান। করোনা’র মধ্যে হল বন্ধ ও বাস সার্ভিস না পেয়েও ফি ধার্যকে তারা অযৌক্তিক দাবি বলেও মনে করেন।

Most Popular

Recent Comments