32 C
Bangladesh
Wednesday, September 18, 2024
spot_imgspot_img
Homeরাজনীতিবাউফলে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

বাউফলে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা ও কাউন্সিলর হুমায়ন কবির। শনিবার (২৪ আগস্ট) বিকেল তিনটার দিকে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠতি হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন গত শুক্রবার সকালে পৌর শহরে মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ছাত্র-জনতার ওপর গুলিয়ে চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপির সভাপতির (অব্যাহতি প্রাপ্ত) হুমায়ন কবির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি শেখ হাসিনার ফাঁসি দাবি করেন। তখন ভুলবশতঃ শেখ হাসিনার পরিবর্তে খালেদা জিয়ার ফাঁসি চাই বলে ফেলেন। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে বিএনপির একটি পক্ষ সাংবাদ সম্মেলন করে তাকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছেন বলে অভিযোগ করেন। হুমায়ন কবির আরও বলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফারুক আহম্মেদ তালুকদার ১/১১ পর দলের ক্রান্তিকালে দলের হাল ধরেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফারুক তালুকদারসহ আমরা হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার হই। তখন যারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে রাজনীতি করেছেন তারা এখন ত্যাগী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ওই সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো.পলাশ উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসান মাহমুদ মুনজু পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবুল বশার ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. সাদিকুজ্জামান রাকিব প্রমূখ। এর আগে শুক্রবার রাতে পৌর শহরে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের বাসায় বিএনপি নেতার খালেদা জিয়ার ফাঁসি চেয়ে দৃষ্টতামুলক বক্তব্যের প্রতিবাদে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সাংবাদ সম্মেলনে হুমায়ন কবিরকে স্থায়ীভাবে বহিষ্কার করারও দাবি করা হয়।

Most Popular

Recent Comments