23.7 C
Bangladesh
Tuesday, February 18, 2025
spot_imgspot_img
Homeখেলার মাঠক্রিকেটবাবর আজমকে মে’রে ফেলার হু’মকি দিলেন সানিয়া মির্জা!

বাবর আজমকে মে’রে ফেলার হু’মকি দিলেন সানিয়া মির্জা!

করোনায় খেলা বন্ধ হওয়ার পর থেকে একের পর এক লাইভ শো করছেন ক্রিকেটাররা। করোনাকালে মাঠের ক্রিকেট বন্ধ থাকায় নতুন উপায়ে ভক্তদের আনন্দ দিচ্ছেন ক্রিকেটাররা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি লাইভ আড্ডায় মেতেছিলেন পাকিস্তানের দুই ক্রিকেটার শোয়েব মালিক ও বাবর আজম।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি লাইভ আড্ডায় মেতেছিলেন পাকিস্তানের দুই ক্রিকেটার শোয়েব মালিক ও বাবর আজম।তার কারণ হচ্ছে, ঐ লাইভ আড্ডায় বাবরকে শোয়েব মালিক প্রশ্ন করেন, “দলের মধ্যে তোমার প্রিয় ভাবী কে?” উত্তরে- সরফরাজ আহমেদের স্ত্রী খুশবখতেরর নাম বলেন বাবর। আর এতেই অন্য ভাবীদের চক্ষুশূলে পরিণত হয়েছেন বাবর। এমনকি বাবরকে আপ্যায়ন করবেন না তারা, এমনও হুমকি দেন।

Most Popular

Recent Comments