26.4 C
Bangladesh
Wednesday, October 9, 2024
spot_imgspot_img
Homeপর্যটনসিলেটবালাগঞ্জ উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন, শিহাব সভাপতি মারুফ সম্পাদক।

বালাগঞ্জ উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন, শিহাব সভাপতি মারুফ সম্পাদক।

আকাশ আহমেদ::

বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার আওতাধীন বালাগঞ্জ উপজেলা শাখার ২০২১- ২২ সেশনের কাউন্সিল, অদ্য ৩ জুন, বৃহস্পতিবার , বাদ যোহর বালাগঞ্জ তাহফিযুল কোরআন একাডেমি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি নাজমুল ইসলাম শিহাব এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মারুফ আলম মিজুর উপস্থাপনায় কাউন্সিলে উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সাবেক কেন্দ্রিয় সহ-অফিস সম্পাদক হাঃ তৌরিছ আলী,

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি কবির আহমদ, সহকারি নির্বাচন কমিশনারের হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ,সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শেখ রেদওয়ান হোসেন,অর্থ সম্পাদক মাহবুব খান, এসময় আরো উপস্থিত ছিলেন বালাগনজ উপজেলা আল ইসলাহ প্রচার সম্পাদক হাফিজ আবুল কালাম, বালাগনজ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আতিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা রেহেন আলী।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলাম শিহাবকে পুনরায় সভাপতি, মারুফ আলম মিজুকে সাধারণ সম্পাদক ও শেখ জুবায়ের আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৯ সদস্য বিশিষ্ট শাখার কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন সহ-সভাপতি মো. রাকিব আলী ,শেখ শাহজাহান আহমদ,জাকির খান, সহ-সাধারণ সম্পাদক আফসার আলী,রেজাউল করিম, রাজু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, সিজান আহমদ,
প্রচার সম্পাদক আবু সালেহ হোসাইন , সহ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, মনিরুজ্জামান,
অর্থ সম্পাদক মারুফ আহমদ জায়গীরদার , অফিস সম্পাদক আল আমিন, সহ-অফিস সম্পাদক মোস্তাকুর রহমান মাছুম,মারুফ বিল্লাহ, জামিল আহমদ,আক্তারুজ্জামান,
প্রশিক্ষণ সম্পাদক রুহেল আহমেদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক সালমান আহমদ,রেদওয়ান আহমদ,মহসিন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার আহমদ , নোমান আহমদ,মনসুর আহমদ তথ্য ও প্রযুক্তি সম্পাদ আবুল কালাম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহিন আহমদ,ইমরান আহমদ,শামসুল মোক্তাদির,আলী আহমদ,
নির্বাহী সদস্য জুবায়ের আহমদ,ইমন আহমদ,রাজু শিকদার,ইমাদ উদ্দীন,মোস্তফা সাদিক,জয়নুল আলম,সাদিকুর রহমান,আল আমীন,সাইফুর রহমান,তানভীর আহমদ জিদান,যুবায়ের আহমদ,আল আমিন,বাহার উদ্দীন,শাকিল আহমদ,জুবেল আহমদ,শরিফ উদ্দিন,আলতাফ হোসেন, আল আমিন।

Most Popular

Recent Comments