13.9 C
Bangladesh
Sunday, January 19, 2025
spot_imgspot_img
Homeস্বেচ্ছাস্বেবী সংগঠনবিডি এইড মহিপুর থানা শাখার আংশিক কমিটি ঘোষণা।

বিডি এইড মহিপুর থানা শাখার আংশিক কমিটি ঘোষণা।

মহিপুর -কুয়াকাটা প্রতিনিধি :

দেশের বেসরকারি উন্নয়ন মূলক সংস্থা বাংলাদেশ এসোসিয়েশন ফর ইনটেনসিফ ডেভলপমেন্ট ( বিডি এইড ) পটুয়াখালীর মহিপুর থানা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২০/০৭/২১ তারিখ মঙ্গলবার পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাসান সিকদার ও সাধারণ সম্পাদক আল আমিন সিকদারের স্বাক্ষরিত প্যাডে মোঃ রাসেল হোসাইন কে সভাপতি ও তুহিন দেওয়ান কে সাধারণ সম্পাদক করে মহিপুর থানা শাখার আংশিক কমিটি প্রদান করা হয়।

কমিটির বাকিরা হলেন মোঃ আল আমিন (সহ সভাপতি), মোঃ রুবেল খান (কোষাধ্যক্ষ) , মোঃ নজরুল ইসলাম শিমুল (কার্যকরী সদস্য)।

নব নির্বাচিত মহিপুর থানা কমিটির সাধারণ সম্পাদক তুহিন দেওয়ান বলেন সবুজ বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা কাজ করে যাবো এবং পরিবেশের ভারসম্য রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

Most Popular

Recent Comments