34.6 C
Bangladesh
Friday, September 20, 2024
spot_imgspot_img
Homeঅভিযোগভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় শিক্ষক দম্পতিকে পিটিয়ে আহত।

ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় শিক্ষক দম্পতিকে পিটিয়ে আহত।


মোঃফেরদৌস মোল্লা,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামে তুচ্ছ ঘটনায় শিক্ষক মোস্তফা হাওলাদার ও তার স্ত্রী নার্গিস বেগমের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষক মোস্তফা হাওলাদার (মসজিদের ইমাম) জানান, শুক্রবার ৫ বছরের শিশু সন্তানকে নিয়ে জুমার নামাজ পড়িয়ে বাড়ী ফেরার পথে বাদশা হাওলাদার এর বাড়ী সংলগ্ন সড়কে পূর্ব শত্রুতার জের ধরে কুকুর মারার অসত্য অভিযোগ তুলে আতরখালী গ্রামের অটো চালক মাহিম মোল্লা, এর বড় ভাই তুহিন মোল্লা, বাবা হাবিব মোল্লাসহ অপর আরও ৪ সহযোগী মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ওই শিক্ষকের ডাক চিৎকারে স্ত্রী নার্গিস বেগম তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে এলে তার স্ত্রীর ওপরও হামলা চালিয়ে এবং শ্লিলতাহানী করে এ চক্রটি। একপর্যায়ে আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও ইমাম মোস্তফা হাওলাদারকে শ্বাষ রোধ করে হত্যার চেষ্টা চালায় অটোচালক মাহিম ও তার ভাই তুহিন। পরে প্রতিবেশীরা ওই দম্পতিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় (শনিবার) ভাণ্ডারিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

Most Popular

Recent Comments