34.6 C
Bangladesh
Friday, September 20, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতভান্ডারিয়ায় বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার।

ভান্ডারিয়ায় বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার।

মোঃ ফেরদৌস মোল্লা,
পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামে এক বাক প্রতিবন্ধী নারী (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগী ওই নারীর ছোট বোন এ ঘটনায় প্রতিবেশী সরোয়ার ফরাজীকে (৪৫) আসামি করে ভাণ্ডারিয়া থানায় মামলা করেছেন।

সরোয়ার ফরাজী জুনিয়া গ্রামের মোশাররফ ফরাজীর ছেলে।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মা মারা যাওয়ার পর বাক প্রতিবন্ধী বোন তার ছোট বোনের বাড়িতে বসবাস করত। শনিবার বিকেলে প্রতিবন্ধী ওই বোনকে বাড়িতে রেখে তার বোন পাশের ব্যারাক হাউজে মোবাইলের একটি অ্যাকাউন্ট খুলতে যান। এ সময় মেয়েটিকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী সরোয়ার ফরাজী জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ছোট বোন ঘটনাস্থলে চলে এলে সরোয়ার ফরাজী পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির বোন ওনদিন রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুমুর রহমান বিশ্বাস মুঠোফোনে জানান। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে পিরোজপুর জেলা কোর্টে পাঠানো হয়েছে

Most Popular

Recent Comments