20.5 C
Bangladesh
Thursday, December 5, 2024
spot_imgspot_img
Homeমানবতাভূমিহীনদের জন্য ঘর নির্মাণের কাজ পরিদর্শন করেছেন নির্বাহী অফিসার দিলারা রহমান।

ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের কাজ পরিদর্শন করেছেন নির্বাহী অফিসার দিলারা রহমান।


মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ক’ শ্রেণীর ৩২ জন উপকারভোগীর জন্য বরাদ্দকৃত ঘরের নির্মাণের কাজ শুরু করেছে। এই ঘরের কাজ কতটুকু হয়েছে তা দেখার জন্য সরজমিনে পরিদর্শন করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দিলারা রহমান। ইংরেজি নববর্ষ ২০২১ সালে শুরুতে আজ শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল পযর্ন্ত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আলমকে সাথে নিয়ে বিভিন্ন ইউনিয়নে মোট ৩২ টি ঘর সরজমিনে পরিদর্শন করেছে। এ সময় নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার এ মহতী উদ্যোগ মুজিবশতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করার জন্য দামুড়হুদা উপজেলা গৃহহীন,ভূমিহীন মানুষদের পুনবার্সনের লক্ষ্যে খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার কাজ শুরু করেছে।

Most Popular

Recent Comments