বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ল। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। এদিকে জমকালো আয়োজনে ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ বংশোদ্ভূত প্রার্থী মনোয়ার ক্লার্কের পরিচিতি অনুষ্ঠান করেছে ৩৩টি বাংলাদেশি সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (১০ আগস্ট) ইতালি প্রবেশে বাংলাদেশির নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা থাকলেও সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী এর মেয়াদ বাড়ান। এ কারণে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবেন না বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকরা। এতে ভোগান্তিতে পড়লেন বাংলাদেশে আটকে পড়া প্রায় ১৩ হাজারের বেশি ইতালি প্রবাসী।
এছাড়া প্রয়োজনীয় কাজে দেশে ফিরতে পারছেন না ইতালিতে থাকা এসব দেশের হাজারো প্রবাসী। এ কারণে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
অন্যদিকে আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে সেখানে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে। এতে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন তিনজন প্রবাসী বাংলাদেশি।
এর মধ্যে গুরুত্বপূর্ণ কন্সিলুদে কম্যুনালে পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভেনিসের ব্যবসায়ী মনোয়ার ক্লার্ক। এরইমধ্যে স্থানীয় একটি হোটেলে জাঁকজমকপূর্ণ পরিচিতি অনুষ্ঠান করেছেন তিনি।
সূত্র-সময় নিউজ
Waiting patiently for you to come home and fuck me! https://hdo.ai/DVMQq