19.1 C
Bangladesh
Friday, January 24, 2025
spot_imgspot_img
Homeবরিশালভোলা চরফ্যাশনে ৭ম শ্রেনীর ছাত্রী অপহরণ,দূর্ঘটনায় মৃত্যু।

ভোলা চরফ্যাশনে ৭ম শ্রেনীর ছাত্রী অপহরণ,দূর্ঘটনায় মৃত্যু।

প্রভাবশালী লম্পট রাকিব কে এখনো আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। ভোলা চরফ্যাশনে ৭ম শ্রেনীর ছাত্রী অপহরণ,দূর্ঘটনায় মৃত্যু। চরফ্যাসনের মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল ২ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন মিয়াজীর মেয়ে তানজিলা (১৩) কে গত শনিবার দুপুর ২ টায় প্রেইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যায়একই গ্রামের আঃ কুদ্দুছ মিয়ার ছেলে রাকিব (২০)। দুপুর ২ টায় ৪৫ মিনিটের চরফ্যাসন পৌরসভার ৬ নং সাবেক কাউন্সিলর জহির রায়হানের সামনে পৌছলে হোন্ডা দূর্ঘটনায় পতিত হয়। উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে সন্ধ্যায় তানজিলা মৃত্যু কোলে ঢলে পড়ে। সাধারণত জনগন এর সঠিক বিচারের দাবিতে উত্তাল পুরো এলাকা।অপহরণকারী রাকিবের ফাঁসি চায় মৃত তানজিলার মা বাবা।

Most Popular

Recent Comments