17 C
Bangladesh
Friday, February 3, 2023
Home মানবতা মঠবাড়িয়াতে "খেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশন"এর পক্ষ থেকে অসুস্হ মিজানুরকে নগদ অর্থ...

মঠবাড়িয়াতে “খেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশন”এর পক্ষ থেকে অসুস্হ মিজানুরকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উপজেলা প্রতিনিধিঃ কামরুল ইসলাম(আহনাফ)

মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান(৩০)।দীর্ঘ ৭বছর যাবৎ দূরারোগ্য মাল্টি পলি ভায়োলমায় আক্রান্ত।
মিজানুর রহমান দুই ভাইয়ের মধ্যে ছোট।তার ৩বছরের একটি শিশু কন্যা রয়েছে।তিনি চিকিৎসার জন্য আজ নিশ্ব,এখন আর চিকিৎসার খরচ বহন করতে পারছে নাহ এমতাবস্থায় “খেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশন”
তাদের সাধ্য অনুযায়ী মিজানুরকে নগদ অর্থ প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগন।
মিজানুর রহমান জানান তার আয়ের সকল পথ বন্ধ।সকলে সহযোগীতা করলে তিনি আবার হয়তোবা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে,ডাক্তার বলেছে এই রোগের চিকিৎসার খরচ ব্যয়বহুল।

“খেতাছিড়া যুব উন্নয়য় সামাজিক ফাউন্ডেশ”এর পক্ষ থেকে বলেন সমাজের উচ্চবিত্তশীল সহ সকলস্তর থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিলে মিজানুর চিকিৎসা করে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে।

আপনিও এগিয়ে আসুন মানবতার সেবায়,এগিয়ে আসুন মিজানুরের চিকিৎসার সহযোগীতায়।
আহ্বানেঃ
“খেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশন”
যোগাযোগঃ ০১৭২৬৬৭৬৮৪১

Leave a Reply

Most Popular

ফুলবাড়ী প্রেসকাব থেকে ১৫ সদস্যের পদত্যাগ

এস মন্ডল ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;দিনাজপুর ফুলবাড়ী প্রেসকাবের গঠনতন্ত্র বর্হিভুত প্রতিপক্ষ ছাড়াই তামাশার নির্বাচন করে ঢোল বাজিয়ে নির্বাচিত বলে অপপ্রচার চালানোর প্রতিবাদে ফুলবাড়ী প্রেসকাবের সিনিয়ন...

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নেরনব নির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত ॥

এস মন্ডল ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের বিজয়ী কমিটির মতবনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায়...

জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরিতে সক্রিয় রোহিঙ্গারা

বশির আহাম্মদ রুবেল চট্রগ্রাম চট্টগ্রামে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করার লক্ষ্যে সক্রিয় রয়েছে রোহিঙ্গারা,তাদের সহযোগিতা করছে...

যাত্রী সেজে সিএনজি ছিনতাই

বশির আহাম্মদ রুবেল চট্রগ্রাম যাত্রী সেজে নগরীতে সিএনজি ছিনতাই করছে একটি চক্র, মঙ্গলবার ১.৩০মিঃ মহানগর...

Recent Comments

2L2y05nIqSA1LGNhd8R1IbsXWds on Hello world!