20.5 C
Bangladesh
Thursday, December 5, 2024
spot_imgspot_img
Homeজাতীয়মঠবাড়িয়ায় অর্থ আত্মসাৎ ও সীমাহীন দূর্ণীতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়ায় অর্থ আত্মসাৎ ও সীমাহীন দূর্ণীতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ মিত্রের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সীমাহীন দূর্ণীতির অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অভিভাবক ও এলাকাবাসি। সোমবার সকালে উপজেলার ১২৬ নং মিরুখালী গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে কয়েক‘শ নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
এসময় অভিভাবক শাহিন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রভাষক খালেদা আক্তার, অভিভাবক খোকন মৃধা, মহারাজ হাওলাদার, ঊম্মে কুলসুম, শহিদুল গাজী ও রফিকুল গাজী।

বক্তারা বলেন, সুভাষ মিত্র এ স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই বিভিন্ন স্বেচ্ছাচারিতা ও অনিয়মে জড়িয়ে পরে। বিস্কুট বিতরণ ও উপবৃত্তি বিতরণে ব্যাপক অনিয়ম করেছে। স্কুলের নামে বরাদ্ধ স্লিপের টাকা, রুটিং মেরামতসহ বিভিন্ন উন্নয়নের টাকা নামমাত্র খরচ করে বাকি লাখ-লাখ টাকা আত্মসাৎ করেছে। এমনকি ম্যানেজিং কমিটি নির্বাচন বানচাল করার জন্য ভুয়া অভিভাবক বানিয়ে মামলা করিয়াছেন।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক সুভাষ মিত্র সকল অভিযেভগ অস্বীকার করে বলেন, সঠিক ভাবে সকল কাজ করা হয়েছে। কাজের হিসাব আমার কাছে আছে।

Most Popular

Recent Comments