25.7 C
Bangladesh
Friday, December 6, 2024
spot_imgspot_img
Homeজাতীয়মঠবাড়িয়ায় জন্মনিল মাথার খুলি বিহীন বিস্ময়কর শিশু

মঠবাড়িয়ায় জন্মনিল মাথার খুলি বিহীন বিস্ময়কর শিশু


মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী হাসপাতালে আবারও জন্মনিল মাথার খুলি বিহীন বিস্ময়কর এক ছেলে শিশুর। গত ৭ অক্টোবর এই একই হাসপাতালে জন্ম নিয়েছিল মাথার খুলি বিহীন জিহাদ নামের বিস্ময়কর এক শিশুর। জন্মের ৩৬ ঘন্টার মাথায় জিহাদের মৃত্যু হয়েছিল। আজ বরিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪ টায় দ্বিতীয় বারের মত মাথার খুলি বিহীন শিশুর জন্ম হয়।বর্তমান শিশুটি পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মেহেদী হাসান ও মুন্নি দম্পতির। অস্ত্রপচারে মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া শিশুটির মাথায় কোন ধরনের শক্ত খুলি নেই। শক্ত খুলি না থাকায় মগজ বাহির থেকে দেখা যায়। শিশুটি এখন জীবিত আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ রাকিবুর রহমান ও ডা: পবিত্র মন্ডল জানান, মেডিকেল সাইন্সে একে বলা হয় অ্যানেনফেলী। অ্যানেনফেলী একটি জন্মগত সমস্যা। জন্ম নেওয়া এ ধরণের নবজাতক সাধারণত বেশী সময় বাঁচে না। ফলিক এসিডের অভাবে এরকম খুলি বিহীন শিশুর জন্ম হয়ে থাকে। সাধারণত গর্ভবতী মায়ের আয়রন ও ক্যালসিয়াম জাতীয় খাবারের অভাবে এ রকম হয়ে থাকে।” ডাঃ রাকিবুর রহমান আরও জানান এটি সাধারণত নিউরাল টিডা ডিফেক্টের বা জিন এবং ক্রোমোজোমের কারণে এ রোগটি হতে পারে। একটি গবেষনায় দেখা যায় যে,প্রতি ৪৬০০ বাচ্চার প্রতি ১ জনের এমন সমস্যা দেখা দিতে পারে।

Most Popular

Recent Comments