20.5 C
Bangladesh
Thursday, December 5, 2024
spot_imgspot_img
Homeঅর্থনীতিমঠবাড়িয়ায় মুজিব বর্ষে আশ্রয়নের কাজ পরিদর্শন

মঠবাড়িয়ায় মুজিব বর্ষে আশ্রয়নের কাজ পরিদর্শন

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। শুক্রবার বিকেলে উপজেলার তুষখালী, টিকিকাটা ও ধানীসাফা ইউনিয়নে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু বলেন, মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা ১১ টি ইউনিয়নে গৃহহীন ও ভূমিহীন থাকার জন্য ৪০ টি ঘরের নির্মাণ কাজ এগিয়ে চলছে। নির্মাণ কাজ শেষে হলেই আনুষ্ঠানিক ভাবে তাদের মাঝে ঘর হস্থানাতর করা হবে।

পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন বলেন, “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে ডিজিটাল বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না।

Most Popular

Recent Comments