29.5 C
Bangladesh
Wednesday, October 9, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতঅপহরনমহিপুরে অপহরণ মামলা দায়েরের ৮ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার ও প্রধান আসামি...

মহিপুরে অপহরণ মামলা দায়েরের ৮ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার ও প্রধান আসামি গ্রেপ্তার।

মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর -কুয়াকাটা) :

পটুয়াখালীর মহিপুরে অপরনের মামলা দায়েরের ৮ ঘন্টার মাথায় ভিকটিম কে উদ্ধার ও প্রধান আসামি কে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

সূত্রে জানাযায় রবিবার দুপুরে মহিপুরের সুধীরপুর গ্রামের নানীর বাড়ি থেকে অপহরণ করা হয় কমরপুর গ্রামের ১৩ বছরের ১ কিশোরী কে।

অনেক খোঁজাখুঁজির পরে ঐ কিশোরীর পিতা বাদি হয়ে সোমবার সকালে একই ইউনিয়নের কমরপুর গ্রামের রহিম বয়াতির ছেলে ইমরান বয়াতি (২২) কে প্রধান করে মোট ৩ জন কে আসামি করে মহিপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা আমলে নিয়ে মহিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নির্দেশক্রমে এস আই সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির ব্যাবহার করে মামলা দায়েরের ৮ ঘন্টার মাথায় সোমবার বিকেলে কুয়াকাটা থেকে ভিকটিম কে উদ্ধার ও প্রধান আসামি ইমরান কে গ্রেপ্তার করে ।

মহিপুর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরো বলেন আসামি ইমরান বয়াতি একজন চিহ্নিত মাদক কারবারী তার বিরুদ্ধে ৫ টি মাদক মামল ও ১ টি অপহরণ মামলা চলমান।

Most Popular

Recent Comments