21.1 C
Bangladesh
Friday, January 24, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতমহিপুরে সরকারি ফরেষ্টের গাছ সহ আটক ২।

মহিপুরে সরকারি ফরেষ্টের গাছ সহ আটক ২।

নিজস্ব প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুর রেঞ্জের আওতাধীন ধুলাসারের গঙ্গামতির কাউয়ার চরের বন বিভাগের সংরক্ষিত এলাকা ঝাউবন থেকে রাতের আধারে বন উজার করে গাছ চুরির সময় ৬ টি ঝাউগাছ সহ ২ জনকে আটক করে কুয়াকাটা নৌ পুলিশের সহায়তায় মহিপুর বন বিভাগের কর্মকর্তারা।

আটককৃতরা হলেন মহিপুরের নজীবপুর গ্রামের সাহজাহান সিকদার (৪৫) ও লিটন প্যাদা (৩০)।

বনবিভাগ সূত্র জানাগেছে তারা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোট ৪.৩০ এর সময় উল্লেখিত ব্যাক্তিদের স্পিডবোট নিয়ে ধাওয়া করে তাদের আটক করে। দীর্ঘদিন ধরে এই চক্রটি বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল উজার করে আসছে।

এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Most Popular

Recent Comments