26.1 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeনিখোঁজমহিপুরে হাত পা বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক উদ্ধার।

মহিপুরে হাত পা বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক উদ্ধার।

পটুয়াখালীর মহিপুরে হাত পা বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান (২২) কে ৬ দিন পর অড়্গত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল নয়টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের সুইজগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স’নীয় সূত্রে জানা যায়, সকালে একটি ডিঙ্গি নৌকা ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হসত্মানত্মর করে। উদ্ধারের সময় রায়হানে হাত বাঁধা ছিল বলে জানিয়েছে বালুবাহী নৌকার শ্রমিকরা।
গত বৃহস্পতিবার দুুপুরে বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোজ হয় যুবক রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
মহিপুর থানার ওসি মনিরম্নজ্জামান জানান, মামলা রম্নজুর ৪৮ ঘন্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। মামলার ৯ আসামীর মধ্যে ইতিমধ্যে দুইজনকে বিপুল পরিমান মদ তৈরীর বিপুল সরঞ্জামসহ গ্রেফতার

Most Popular

Recent Comments