32.3 C
Bangladesh
Wednesday, October 9, 2024
spot_imgspot_img
Homeরাঙ্গাবালীরাঙ্গাবালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।

রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।

আইয়ুব খান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মনির শিকদার (৩৬) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের শিকদারের ছেলে এবং ওই বিদ্যালয়ের সামনের সড়কে মুদি মনোহারি দোকান দিত। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১১ টার দিকে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দোকান ঘুমাতে এসেছিল মনির। ওইসময় কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। এ ব্যাপারে শনিবার সকাল ৮ টার দিকে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, কলাপাড়া থানা থেকে লাশ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরাতো ঘটনাস্থলে এসে খোঁজ খবর নিচ্ছি। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Most Popular

Recent Comments