19.4 C
Bangladesh
Thursday, December 5, 2024
spot_imgspot_img
HomeUncategorizedরাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে সায়েন্স শো ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে সায়েন্স শো ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স শো ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক এই কর্মশালার অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় রাবির পরিবহন চত্বর থেকে ক্লাবের “সায়েন্স শো এন্ড সোশ্যাল অ্যওয়ারনেস” টিম স্কুলটির উদ্দেশ্যে যাত্রা করে। তার মধ্যে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তামিম রহমানসহ ক্লাবের মোট নয়জন সদস্য উপস্থিত ছিলেন।এই কর্মশালায় ১০টির বেশি শিক্ষামূলক ও বিজ্ঞানভিত্তিক এক্সপেরিমেন্ট উপস্থাপন করা হয়। যা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ে কৌতূহল ও আগ্রহ জাগায়। এই কর্মশালায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এ সময় স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ইংলিশ স্পিকিং প্রতিযোগিতা ও ডিবেটিং প্রতিযোগিতাও চলছিল। উক্ত অনুষ্ঠানের মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লবের বিজ্ঞান ভিত্তিক এই কর্মশালাটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের বিশেষ আগ্রহ সৃষ্টি করে।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রতিটা এক্সপেরিমেন্টের শেষে ইন্সট্যান্ট কুইজ এর ব্যাবস্থা। প্রোগ্রাম শেষে কুইজে বিজয়ী চারজন শিক্ষার্থীকে প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকের উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হয়।রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সায়েন্স ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব সবসময় শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে এবং বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের মাঝে কৌতুহল জাগাতে নিয়মিতভাবে রাজশাহীর বিভিন্ন স্কুল এবং কলেজে এ ধরনের আয়োজন করে থাকে। তারিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments