26.7 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeশিক্ষাশিক্ষায় বিশেষ অবদানের জন্য প্রিন্সিপাল আজহারুল ইসলাম শেরেবাংলা পদক এ ভূষিত

শিক্ষায় বিশেষ অবদানের জন্য প্রিন্সিপাল আজহারুল ইসলাম শেরেবাংলা পদক এ ভূষিত

পাবনা সংবাদদাতা, মোঃ মিঠুন সেখ মিঠু

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১” পদকে ভূষিত হয়েছেন পাবনা জেলার অভিজ্ঞ ও স্বনামধন্য শিক্ষাবিদ অধ্যক্ষ, মোঃ আজহারুল ইসলাম, মঙ্গলগ্রাম আহমাদিয়া আলিম মাদ্রাসা । উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস এম মজিবুর রহমান, মাননীয় বিচারপতি, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রীমকোর্ট । এছাড়া আরো উপস্থিত ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও শেরে বাংলার দৌহিত্র, এ.কে.এম শহীদুল হক, সাবেক আইজিপি, বাংলাদেশ পুলিশ ও প্রফেসর কায়েসার আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড সহ আরো দেশবরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে। এ বিষয়ে অধক্ষ্য মোঃ আজহারুল ইসলাম বলেছেন, “মানব জীবনে শিক্ষার গুরত্ব অপরিসীম । আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শেরে বাংলা এ কে ফজলুল হকের অসমাপ্ত কাজগুলো পূরন করছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে আমাদের শিক্ষকদের আরো বেশি গবেষনামূলক কার্যক্রমে অংশগ্রহন করতে হবে বলে আমি মনে করি। শিক্ষকতা জীবনে আমার একটাই লক্ষ্য ছিলো যে শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়া । এ বিষয়ে তিনি আরো বলেন, আমি ভবিষ্যতে শিক্ষার উন্নয়নে গবেষণা মূলক কার্যক্রম অবহ্যত রাখতে চাই । শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কে ধন্যবাদ আমাকে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ পদকে ভূষিত করার জন্য। এটা আমাকে অনেক উৎসাহ প্রদান করবে ভবিষ্যতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও শিক্ষাক্ষেত্রে আরো গবেষণা মূলক কার্যক্রম অব্যহত রাখতে।”

Most Popular

Recent Comments