26.7 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeরাজনীতিসরকার পরিবর্তন যেন কাল হয়ে দাঁড়িয়েছে বদলগাছীর মিঠাপুর ইউপি চেয়ারম্যান ও প্যানেল...

সরকার পরিবর্তন যেন কাল হয়ে দাঁড়িয়েছে বদলগাছীর মিঠাপুর ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ সরকার পরিবর্তন হওয়ার পর থেকে বিএনপি কিছু নেতা নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেনকে ইউনিয়ন পরিষদে আসতে বাধা প্রদান সহ পদত্যাগের জন্য বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে আসতেছিল।হুমকি ধামকি দেওয়ার পর ও চেয়ারম্যান পদত্যাগ না করলে তারা চেয়ারম্যানকে বহিষ্কার করার জন্য কৌশল করে চেয়ারম্যানের প্রতি অনাস্থা আনতে ইউপি সদস্যদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। এসময় প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ স্বাক্ষর দিতে রাজি না হলে হামলার শিকার হন তিনি।  রোববার (২৫ আগষ্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় বিকেলে বদলগাছী উপজেলার মাস্টার পাড়া মহল্লায় সংবাদ সম্মেলনে মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেন ও প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ অভিযোগ করেন, সকাল ১১ টায় বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে রাজু, বিশা, মজিদ, খায়রুলসহ ৪০/৫০ জন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে প্রবেশ করে। এরপর তারা বিচার কক্ষে ঢুকে প্রথমে মামুন রশীদকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং অনস্থাপত্রে স্বাক্ষর দিতে চাপ দেয়। তিনি স্বাক্ষর না করলে তাকে বেদম মারপিট করে আটক করে রাখে। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ আরও বলেন তাকে বিভিন্নভাবে এখনো প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন দুর্বৃত্তরা। এমত অবস্থায় প্রশাসনের সহযোগিতা চান তিনি। মিঠাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন বলেন,সরকার পরিবর্তনের পর থেকে বিএনপি কিছু নেতা আমাকে পরিষদে আসতে বাধা প্রাদান করে এবং আমাকে পদত্যাগের জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসতেছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই। তারা সংবাদ সম্মেলন আরো জানান বদলগাছী ইউএন ও এবং থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে আঃ রাজ্জাকের নিকট জানতে মোবাইলে ফোন ফোন দিলে ফোন বন্ধ থাকায় কোন মন্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন,অভিযোগ পেয়েছি,যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্হা গ্রহণ করা হবে।

Most Popular

Recent Comments