26.7 C
Bangladesh
Monday, September 16, 2024
spot_imgspot_img
Homeউদ্বোধনসীতাকুণ্ডের কৃতি সন্তান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী'র লন্ডনে গাড়ীর শো-রুম উদ্বোধন।

সীতাকুণ্ডের কৃতি সন্তান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী’র লন্ডনে গাড়ীর শো-রুম উদ্বোধন।

মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ড:
চট্রগ্রাম সীতাকুন্ডে’র কৃতি সন্তান মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর লন্ডনে নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘সিস্টোন অটোস লিমিটেড’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

গত (৩০ জুলাই) বুধবার লন্ডন সময় সন্ধ্যা ৬ টায় এবং বাংলাদেশ সময় রাত ১১ টায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে লন্ডনে ‘সিস্টোন অটোস লিঃ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলাদেশী কমিউনিটির সাবেক কাউন্সিলর ড. চৌধুরী, বর্তমান কাউন্সিলর আমিনুর তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সুযোগ্য সন্তান লন্ডনে তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ মাসুম সামজাদসহ বাংলাদেশী কমিউনিটির অন্তত শতাধিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে লন্ডনের লেস্টারে বসবাসরত সীতাকুন্ডবাসীরা ছাড়াও এটিএন বাংলা, চ্যানেল আই, এন.টিভিসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত শো-রুমে বিশ্বমানের নামী-দামী ব্রান্ডের বিএম ডাব্লিও, মার্সিডিজ, এক্স-৫, ভলভো, টয়োটা, রেইঞ্জরোভারসহ নতুন নতুন গাড়ীর সমাহার থাকবে।
এছাড়া ‘সিস্টোন অটোস লিমিটেড’ উন্নতমানের গাড়ীর বাজারজাতকরণের ক্ষেত্রে ‘সিস্টোন অটোস লিমিটেড’ ভবিষ্যতে মাইলফলক সৃষ্টি করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়ন এবং মোনাজাতের মাধ্যমে উক্ত শুভ উদ্বোধনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

উদ্ভোধন অনুষ্ঠানে তরুণ উদ্যেক্তা মহিউদ্দিন বহদ্দা চৌধুরী জানান, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য ব্যবসা নয়, সেবা এবং সামাজিক দায়বদ্ধতা, বেকারত্ব দূরীকরণসহ জনসাধারণের জন্য বিকল্প কিছু করাই আমার স্বপ্ন।
মানুষের কল্যাণে কাজ করাই আমার মুল লক্ষ্য। আপনাদের “সবার দোয়া এবং ভালবাসায় আমি লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর ডিগ্রি নিচ্ছি যাতে করে আইন পেশায় নিজেকে নিযুক্ত করে জনগণের পাশে থেকে আইনি সহায়তা দিতে পারি”। সবার কাছে দোয়া চাই আমি যেন আমার প্রতিষ্ঠানকে অত্যাধুনিক মডেল শো-রুম হিসেবে গড়ে তুলতে পারি।

Most Popular

Recent Comments