28.9 C
Bangladesh
Wednesday, February 19, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিক● করোনার মধ্যে অারেক মহামারির কবলে ভারত।

● করোনার মধ্যে অারেক মহামারির কবলে ভারত।

● প্রগতি ডেস্কঃ
● করোনার প্রকোপ বেড়েই চলেছে এরই মধ্যে অারেক মহামারি টিবির কবলে পরেছে ভারত,এমনই তথ্য জানিয়েছে ভারতের জনপ্রিয় নিউজ পোর্টাল জিনিউজ।
● ইউরোপিয়ান রেসপিরাটোরি জার্নালের বরাত দিয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, ‘দেশটির ৯৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে টিবি রোগে।অার চীনে মৃত্যু হতে পারে ১৩ হাজার মানুষের।
● জনপ্রিয় নিউজ পোর্টাল জিনিউজ এর উল্লেখিত প্রতিবেদনে বলা হয়েছে,’দিন দিম করোনা ভাইরাসে অাক্রান্ত রোগির সংখ্যা বাড়ায়,চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে টিবির রোগিরা।ফলে টিবির অাক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।’ ভারতে ৯৫ হাজার মানুষের এই টিবি রোগে মৃত্যু হতে পারে এবং চীন ও অাফ্রিকাতেও এই রোগ খুব দ্রুত ছড়াতে পারে বলে জানিয়েছে নিউজ পোর্টালটি।
● বিষেশজ্ঞদের বরাত দিয়ে বাংলাদেশি জনপ্রিয় নিউজ পোর্টাল যুগান্তর জানায়,ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে ১ লাখ ১০ হাজার মানুষের প্রাণ হারানোর আশংকা রয়েছে। চীনে ১৩ হাজার, দক্ষিণ আফ্রিকায় ৬ হাজার ও ভারতে ৯৫ হাজার মানুষ টিবির কবলে প্রাণ হারাতে পারে। পরিস্থিতি খারাপ হলে মৃত্যুর সংখ্যা ২ লক্ষও ছুঁতে পারে।
● সারা বিশ্বের মোট টিবির ৪০ শতাংশই অাক্রান্ত হবে এই তিনটি দেশে,এমনই তথ্য জানান গবেষনাকেন্দ্র ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন এর বিশেষজ্ঞরা।

Most Popular

Recent Comments