33 C
Bangladesh
Thursday, April 25, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠক্রিকেটঅনুশীলনে ফিরেছে ইংল্যান্ড ক্রিকেট দল

অনুশীলনে ফিরেছে ইংল্যান্ড ক্রিকেট দল

১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে ইতোমধ্যে অনুশীলন ও নিজেদের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।আগামী ৮ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ‘রাইস দ্য ব্যাট’ টেস্ট সিরিজ। তাই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজক দেশ হিসেবে ইংল্যান্ডের সতর্কতা একটু বেশি। এছাড়া করোনা পরবর্তী এটিই প্রথম সিরিজ।এদিকে ক্যারিবীয়ন দ্বীপপুঞ্জ ছেড়ে হোল্ডাররা পাড়ি জমিয়েছে ইংলিশ ভূখন্ডে। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের আতিথেয়তা দিতে সকল প্রকাশ প্রস্তুতি নিয়ে ফেলেছে ইংলিশরা। ক্যারিবিয়ানরা কয়েকদিন আগে অনুশীলনে ফিরলেও বুধবার (২৪ জুন) অনুশীলনে ফিরেছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইতোমধ্যে অনুশীলন ক্যাম্পের জন্য ৩০ সদস্যের দলের তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নুশীলন ক্যাম্প শুরু আগে স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সিরিজের সাথে সম্পৃক্ত ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল, সহায়তা কর্মী, ভেন্যু স্টাফ ও হোটেলকর্মীসহ মোট ৭০২ জনের করোনা পরীক্ষা করে ইসিবির মেডিকেল টিম। যেখানে ৭০২ জনেরই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

প্রসঙ্গত যে, ৮ জুলাই সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরের দুই টেস্ট ১৬ ও ২৪ জুলাই হবে ম্যাচ ওল্ড ট্রার্ফোডে। সব টেস্টই হবে রুদ্ধদার স্টেডিয়াম ও জীবাণুমুক্ত পরিবেশে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ সদস্যের ইংল্যান্ড দল:
মঈন আলী, জেমস এন্ডারসন, জোফরা আর্চার, জনাথন বেরিস্ট্রো, ডমিনিক বেস, জেমস বার্চে, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলে, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, লুইজ গ্রেগরি, কিটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রিগ ওভারটন, ম্যাথু প্র্যাকিনসন, ওলি পপ, ওলি রবিনসন, জো রুট, ডোম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোনস, আমার ভিরদি, ক্রিস ওকস ও মার্ক উড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments