29 C
Bangladesh
Friday, March 29, 2024
spot_imgspot_img
Homeকৃষি ও প্রকৃতিআগৈলঝাড়ার বাশাইলে ভাসমান বেডে সবজি ও মসলা চাষাবাদ।

আগৈলঝাড়ার বাশাইলে ভাসমান বেডে সবজি ও মসলা চাষাবাদ।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় কৃষক ও কৃষানীদের নিয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যেগে আজ শনিবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল সরদার বাড়িতে ভাসমান বেডে সবজি চাষ ও মসলা চাষ গভেষণা ও সম্প্রসারণ জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আত্ততায় কৃষক ও কৃষানীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা খামার বাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক ড.বিজয় কৃষ্ণ বিশ্বাস। মাঠ দিবসের সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ সামচুল হক, খলিলুর রহমান, সুভাষ চন্দ্র মন্ডল, সুভাষীনি সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুরাদ শিকদারসহ উপজেলার ৫শতাধিক কৃষক ও কৃষানীরা। পরে গোয়াইল গ্রামের নিপা ভদ্রের বেডের সবজি চাষ প্রকল্প সহ অনেকের বেডের সবজি চাষ প্রকল্প ঘুরে দেখেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments