30 C
Bangladesh
Tuesday, April 16, 2024
spot_imgspot_img
Homeকরোনা সচেতনণতাকঠোর লকডাউন মানাতে সকাল থেকে মাঠে দাগনভূঞার ইউএনও

কঠোর লকডাউন মানাতে সকাল থেকে মাঠে দাগনভূঞার ইউএনও

আবদুল্লাহ আল মামুন :
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কড়াকড়ি লকডাউন বাস্তবায়নে ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান অমান্যকারী ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে প্রস্তুতকৃত কাপড়ের মাস্ক বিতরণ করা হয়। শনিবার (৩ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানেরর নেতৃত্বে ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া। এসময় অভিযানের ছিলেন দাগনভূঞা থানা পুলিশের টিম, আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া জানান, অভিযানে অননুমোদিতভাবে খোলা রাখা দোকানপাট বন্ধ করে দেয়া হয়, জনগনকে সচেতন করা, অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা, অতীব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্য বলা হয়। তিনি আরো জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালনে এ জরিমানা করা হয়। “কঠোর লকডাউন” বিষয়ে জনগনকে সচেতন করা হয়। লকডাউনের পরবর্তী দিনগুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments