37 C
Bangladesh
Tuesday, April 23, 2024
spot_imgspot_img
HomeUncategorizedকলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে উপকূল দিবস পালিত।

কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে উপকূল দিবস পালিত।


মো. সাইদুর রহমান সাইদ, বিশেষ প্রতিনিধিঃ
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন( রিও)’র উদ্দ্যেগে বেসরকারিভাবে পালিত হয়েছে উপকূল দিবস। নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে একটি র্যালী বের হয়। ” উপকূলের জন্য হোক একটি দিন,জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি ” এ স্লোগানকে সামনে রেখে রিও’র সদস্য, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর স্কুল অফিসকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। রিও’র চেয়ারম্যান মো. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৯৭০ এর ১২ই নভেম্বর ভোলা সাইক্লোনের প্রত্যক্ষ স্বাক্ষী গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. ফারুক খান, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজমুল হাসানসহ প্রমুখ।

১৯৭০ এর ১২ নভেম্বর ভোলা সাইক্লোনের প্রতক্ষ্য স্বাক্ষী গোলাম মাওলার মুখে ভোলা সাইক্লোনের ঘটনা শুনতে উপস্থিত ছিল নতুন প্রজন্মের ৫০ জন কিশোর কিশোরী। উপস্থিত বক্তারা বক্তব্যে বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্নিঝড়টি পৃথিবীর সর্বকালের ইতিহাসে সবচেয়ে বড় ভয়ংকর প্রাণঘাতি ঝড় হিসেবে ঘোষনা করেছে জাতিসংঘ। সুতরাং এই দিনটিকে ” উপকূল দিবস” হিসেবে সরকারি ঘোষনার দাবি জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments