নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কুয়াকাটায় অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনন্ত মুখার্জিকে (৫০) আটক করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার (১১ মে) বিকেল ৩ টার দিকে কুয়াকাটা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আজ বিকেলে কুয়াকাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতো ১৭ বছর আওয়ামীলীগের দমন নিপিরনে কুয়াকাটায় সব থেকে বড় আতংক ছিলো এই অনন্ত। এমনকি গতো ২২/০৬/২০২২ইং তারিখে হোটেল আল হেরায় অবস্থানরত পর্যটকদের জঙ্গি, জামায়ত সাজিয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করায়। কুয়াকাটা আগত পর্যটকদের মধ্যে আলেম বা হুজুর থাকলে তাদের জঙ্গি বানিয়ে হেনস্তা করার একাধির তথ্য পাওয়া যায়।
তার ব্যপারে জানতে চাইলে কুয়াকাটা পৌর বিএনপির সাধারন সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন- তিনি বিগত ১৫ বছরে কুয়াকাটায় বিএনপি-জামায়ত দমন নিপিরনে সব থেকে বড় ভুমিকা ছিলো অনন্তর। তার গঠিত লাঠিয়াল বাহিনী দ্বারা বিএনপি জামায়তের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে নির্যাতন করতেন। আলেম বা হুজুর পর্যটক দেখলেই তিনি জঙ্গি বা জামায়ত সাজিয়ে হয়রানি করতেন। তার জন্য কুয়াকাটার সাধারন মানুষ এবং পর্যটকরা আতংকিত থাকতো। অনন্তর গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরেছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শনিবার (১১ মে) বিকেল ৩টার দিকে অপারেশন ডেভিল হ্যান্ড’র মাধ্যমে তাকে আটক করে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।