31 C
Bangladesh
Friday, April 19, 2024
spot_imgspot_img
Homeঅভিযোগকুয়াকাটায় ময়লা আবর্জনা ফেলায় জনগণ সচেন থাকলেও, সচেতন না পৌর কর্তৃপক্ষ।

কুয়াকাটায় ময়লা আবর্জনা ফেলায় জনগণ সচেন থাকলেও, সচেতন না পৌর কর্তৃপক্ষ।

মেহেদী হাসান সোহাগ কুয়াকাটা প্রতিনিধি

কুয়াকাটা পৌরসভা থেকে ছোট খাটো ডাস্টবিন দিয়েছে।সেই ডাস্টবিন ভরে ময়লা নিচে জমা হয়ে পরে আছে, দেখার লোক নেই পৌর কর্তৃপক্ষের।

অনেক গুলো গুরুত্বপূর্ণ স্থান আছে সেসব জায়গায় যদি ময়লা আর্জনা থাকে তাহলে অনেক ধরনের অসুখ হতে পারে।

কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠ একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে স্তুপ হয়ে আছে ময়লা আবর্জনার।

কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে ময়লা ফালানোর জন্য ছোট ডাস্টবিন দেয়া হয়েছে কিন্তু ডাস্টবিন দিয়েই কি দায়িত্ব শেষ? কুয়াকাটা রাখাইন মাঠে অনেক লোক জনের চলাফেরা, আশে পাশে দোকান রয়েছে, যেখান থেকে ইনফেকশন ছড়িয়ে পরতে পারে।

এই ময়লা আবর্জনা পরিস্কার করার কোনো গুরুত্বতা নেই পৌর কর্তৃপক্ষের।

কুয়াকাটা রাখাইন মাঠের আশে পাশে যে সব দোকানপাট আছে, তাদের বক্তব্য যে আমাদের দোকানের সামনে এ সব ময়লা পরে থাকার জন্য আমাদের দোকানে কাষ্টমার ঢুকতে চায় না, রাস্তা দিয়ে লোক জন চলা ফেরা করতে পারে না ময়লা আর্জনার দূর্গন্ধে।

পৌরসভার পক্ষ থেকে ময়লা সাফ করার যেসব লোক রয়েছে তাদের বক্তব্য ‘আমরা কি করবো? আমরা তো আর বসে থাকি না।

উক্ত বিষয়টি পৌর কর্তৃপক্ষ খতিয়ে দেখবে এবং আশানুরুপ ফল প্রত্যাশায় পৌরবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments