28 C
Bangladesh
Wednesday, April 24, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠক্রিকেটগ্যাব্রিয়েল-হোল্ডারের বোলিং তোপে ৫ উইকেট হারিয়ে ধুকছে ইংল্যান্ড

গ্যাব্রিয়েল-হোল্ডারের বোলিং তোপে ৫ উইকেট হারিয়ে ধুকছে ইংল্যান্ড

প্রায় চার মাস (১১৭ দিন) পর শুরু হওয়ার ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করছে স্বাগতিক ইংল্যান্ড।সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট দিয়ে গতকাল (৮ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট বিরতি কাটিয়ে মাঠে ফিরেছে।

সর্বশেষ স্কোর (দ্বিতীয় দিন)
ইংল্যান্ডঃ ১০৬/৫(৪৩)
স্টোকস ২১, বাটলার ৯
গ্যাব্রিয়েল ৩/৩৮, হোল্ডার ২/২৪

পাঁচ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে ইংল্যান্ডঃ গ্যাব্রিয়েলের তৃতীয় উইকেট শিকার হয়ে ফিরেন বার্নস (৩০)৷ এরপর অধিনায়ক হোল্ডার দুই উইকেট নিয়ে ইংলিশ টপ ওর্ডারকে আরও বিপকে ফেলে দেন। তার হাতে একে একে ফিরেন অলি পপ ১২ ও জ্যাক ক্রাউলে ফিরেন ১০ রানে।

দ্বিতীয় উইকেট হারালো ইংল্যান্ডঃ প্রথম দিনের শুরুতে উইন্ডিজকে সাফল্য এনে দেওয়া সেই গ্যাব্রিয়েল দ্বিতীয় দিনে আগুন ঝরানো বোলিং করে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন। তার দুর্দান্ত বোলিংয়ে ১৮ রান করে ফিরেন জো ডেনলি।

প্রথম দিন শেষেঃ প্রথম দিনের দ্বিতীয় ওভারেই গ্যাব্রিয়েলের বলে শূন্য রানে ব্লোড হয়ে ফিরেন ডম সিবলি। তবে প্রথম উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। চা বিরতির আগে বার্নস ও ডেনলি মিলে গড়েছেন ৩৫ রানের জুটি। এরপর আর মাঠে গড়াই নি খেলা। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে মাত্র ১৭.৪ ওভার খেলা হয়। ১ উইকেট হারিয়ে দলীয় ৩৫ রান করে ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশঃ বেন স্টোকস (অধিনায়ক), ররি বার্নস, ডম সিবলি, জো ডেনলি, জ্যাক ক্রাউলে, ওলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ডম বেস, জফরা আর্চার, মার্ক উড ও জিমি অ্যান্ডারসন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ক্রেইগ ব্র্যাথওয়েট, শাই হোপ, শামারাহ ব্রুকস, রস্টন চেজ, জার্মেইন ব্ল্যাকউড, শেন ডওরিচ (উইকেটরক্ষক), আলঝারি জোসেফ, কেমার রোচ ও শ্যানন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments