31 C
Bangladesh
Friday, April 19, 2024
spot_imgspot_img
HomeUncategorizedজাতির পিতার ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত আগৈলঝাড়ায়।

জাতির পিতার ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত আগৈলঝাড়ায়।

শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৭মার্চ শুক্রবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা চত্তরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন। সকাল থেকেই রাজিহার ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যান্ড পার্টিসহ নেতা কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জরো হয়। পরে জাতির পিতার জন্ম দিনে হাজার হাজার নেতা-কর্মী বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহন করে।
দলীয় কার্যালয়ের মঞ্চে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলা,ইউনিয়ন, ওয়াড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুর রহমান। অপর দিকে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে জন্ম দিনে শিশু শিক্ষার্থীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন উপজেলা ও পুলিশ প্রশাসনসহ কর্মকর্তারা। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার প্রানকুমার ঘটকসহ অন্যান্য কর্মকর্তাগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments