রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহত্তর সিলেট বিভাগ সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রুমেল আহমেদকে সভাপতি এবং একই ডিপার্টমেন্টের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) কমিটির ঘোষণা করেন জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পূর্ব কমিটির সভাপতি শাওন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক মাহফুজ আলম নয়ন৷
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখর দাস, এজাজ আহমদ চৌধুরী, এম কামিল আহমেদ,মেহেদী হাসান ফাহিম,আতিক উল্লাহ,আফসার আলম,দূর্জয় বর্মন,
জহুরুল আলম চৌধুরী
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে রয়েছে আবুল হাসান কুরাইশি, ইমন পসনেম, মো. ইয়াকুব আলী, সালাউদ্দিন, তানভীর হাসান,ইমন মিয়া, হাসিবুল হােসাইন শান্ত, ছামির লস্কর, তামিম আহমদ,সুমাইয়া মারিয়া এবং আবু উবায়দা৷
সাংগঠনিক সম্পাদক দেওয়ান তানভীর আহমদ, হৃদয় দে, স্বর্না রায় বর্ষা, সিবুল বিশ্বাস, রুপন কান্তি দাস, নিয়ামুল নাজিম নিয়াম, শীত কুমার উরাং, সুদীপ চৌধুরী, রুপক সরকার, আরিফ আহমেদ, বাপন সিংহ, সানজিদা রহমান উষা, আমির হােসেন, শামীমা শাম্মি এবং শাহীন আলম।
অর্থ সম্পাদক আনিকা আফরিন তিশা, উপ- অর্থ সম্পাদক এম এইচ হাসান ও মাহবুব আমিন৷ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সবুজ মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ সম্পাদক প্লাবন দে এবং মাে. রবিউল আওয়াল৷ দপ্তর সম্পাদক রাকিব আহমেদ এবং উপ দপ্তর সম্পাদক মাে. গোলাম শাহরিয়ার মাহি৷
এছাড়া, কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- কৌশিক দাশ কঙ্কন,৷ হৃদয় শাহা বৃত্ত,হাসান শাহারিয়ার আদিব,কাজী জান্নাতুল ফেরদৌস অমি,ফাতেমা খানম,শুভাশিস বিশ্বাস, মোঃ মাহমুদুর রহমান শাহী,পলমিকি পহদুং, সানজিম মিয়া, সানিউল ইসলাম তালুকদার, ইমতিয়াজ আলী,রানা মাহমুদ
মুরশেদুর রহমান রুপক,মামুন মিয়া,জাকারিয়া হোসেন, রাজত চন্দ্র দাশ,শামসুদ্দীন ইসলাম, মমিনুল ইসলাম শরীফ
মোঃ মুস্তাফিজুর রহমান কাইয়ুম, মো. হাবিবুল্লাহ বাহার
কল্যান দও জয়, বৃষ্টি তালুকদার,অনুসুয়া দাশ,মো. হাসানুল হক
উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারী গুটিকয়েক শিক্ষার্থীর হাত ধরে মতিহারের সবুজ চত্ত্বরে সিলেট বিভাগের চারটি জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে সূচনা হয়েছিল জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশনের ( বৃহত্তর সিলেট) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার। প্রতিষ্ঠালগ্ন থেকেই রাবিতে অধ্যায়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশন ( বৃহত্তর সিলেট) রাজশাহী বিশ্ববিদ্যালয়।
হাফিজুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়