34 C
Bangladesh
Saturday, April 20, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠদর্শনার্থীরা দেখলেন রিসোর্টে মুশফিক ও রিয়াদ, অতঃপর...

দর্শনার্থীরা দেখলেন রিসোর্টে মুশফিক ও রিয়াদ, অতঃপর…

ঈদের ছুটিতে পরিবার নিয়ে গাজীপুরের ছুটি রিসোর্টে আনন্দঘন সময় কাটালেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় সন্তানদের সঙ্গে ক্রিকেট খেলেছেন। মাছ ধরেছেন দুজন। দর্শকরাও ঈদের ছুটিতে বেড়াতে এসে দুই ক্রিকেটারকে কাছ থেকে দেখার সুযোগ পান। মুশফিক-মাহমুদউল্লাহকে কাছে পেয়ে দারুণ খুশি তারা। ঈদের আনন্দটাও বেড়ে যায় কয়েকগুণ।

একবার ভাবুনতো ক্রিকেট আকাশের মাঠ মাতানো তারকারা হঠাৎই হাজির আপনার সামনে। যাদের খেলা দেখার টিকিট মিলতে স্টেডিয়াম পাড়ায় দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে। সেই মুশফিক, মাহমুদুল্লাহরা হঠাৎ আপনার সামনে হাজির সেই ব্যাট বল হাতেই। তাহলে কেমন হবে?
দর্শনার্থীদের মধ্যে একজন বলেন, ‘যখন ঘুরতেছিলাম তখন হঠাৎ করে দেখলাম বাংলাদেশ ক্রিকেট দলের দুই তারকা মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেট খেলতেছে। আমি যাদেরকে টিভিতে দেখতাম তাদেরকে আজকে সরাসরি দেখতে পারছি। এই বিষয়টি আমি খুবই উপভোগ করছি এবং তাদের খেলা দেখে খুবই ভালো লাগছে।’

এই ক্রিকেটপ্রেমীর মতই গাজীপুরের ছুটি রিসোর্টে আসা দর্শনার্থীদের ঈদের ছুটিতে বেড়াতে আসাটা দ্বিগুণ আনন্দের হয়ে ওঠে মুশফিক, মাহমুদুল্লাহদের কাছ থেকে দেখতে পেয়ে।
মাঠের লড়াইয়ে সারা বছর ব্যস্ত সময় কাটে ক্রিকেটারদের। পরিবার নিয়ে আনন্দঘন সময় কাটানোর সুযোগটা খুব একটা পাওয়ার যায়না। তবে, এবার করোনা মাঝেই এসেছে ঈদ। ছুটিতে পরিবার নিয়ে দূরে কোথাও যাওয়ার উপায় নেই। তাই কাছেই গাজীপুরে ছুটি রিসোর্টে পরিবার নিয়ে ঘুরতে আসেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার।
ক্রিকেটের পাশাপাশি পুকুরের পানিতে মাছও ধরেছেন ক্রিকেটাররা। এসব দেখে দারুণ খুশি দর্শকরা।
আরেকজন দর্শনার্থী বললেন, ‘এসে দেখি বাংলাদেশ দলের দুজন মহান তারকা একজন হল মাহমুদুল্লাহ রিয়াদ আরেকজন হল মুশফিকুর রহিম। তাদেরকে দেখার পর আমার খুবই ভালো লাগলো এবং আমি খুবই আনন্দিত। আজকে ঘুরতে আসাটা আমার সফল হয়েছে। রিয়াদ ভাইকে দেখলাম মাছ মারতে, পাশে তার পরিবার ছিলো।’
সবারই প্রত্যাশা করোনার এই অস্থির সময় শেষে আবারো স্বাভাবিক হবে পৃথিবী। মাঠের জমজমাট লড়াই দেখার সুযোগ পাবেন দর্শকরা।


সূত্র -সময় নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments