29 C
Bangladesh
Friday, April 19, 2024
spot_imgspot_img
HomeUncategorizedদাগনভূঞায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা

দাগনভূঞায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা

আবদুল্লাহ আল মামুন:
“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাহেদা হোসেনের সভাপতিত্বে ও পরিচালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে এবং পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে সফলতা ও স্বার্থকতা অর্জনে করণীয় সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া। আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর ২০২২ সপ্তাহব্যাপি পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপন উপলক্ষে এডভোকেসী সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাহেদা হোসেন। আরও বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ মনজুর মোর্শেদ রিপন, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, ফাজিলের ঘাট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ মজুমদার, ইয়াকুবপুর ইউনিয়ন পরিকল্পনা পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী ও আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মামুনুর রশীদসহ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে এই সপ্তাহ পালন করা হয়। বিশেষ করে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করা, মানসম্মত পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা, এএনসি, পিএনসি এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি সম্পর্কে জনগণকে সচেতন করা, মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমানো, সর্বোপরি পরিবার পরিকল্পনা কার্যক্রমের সঙ্গে সব স্তরের জনগণকে সম্পৃক্ত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এ সভায়। সভায় বাল্যবিয়ে ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে গণসচেতনতা সৃষ্টি এবং সবার সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments