30 C
Bangladesh
Thursday, April 25, 2024
spot_imgspot_img
HomeUncategorizedদাগনভূঞায় পরিবার পরিকল্পনা বিভাগের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

দাগনভূঞায় পরিবার পরিকল্পনা বিভাগের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আবদুল্লাহ আল মামুন:দাগনভূঞায় স্কুল-মাদ্রাসা শিক্ষকদের বাল্যবিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে অবহিতকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট। দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে বুধবার (২৯ মার্চ) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায়  দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী এর পরিচালনায় ভার্চুয়ালি যুক্ত থেকে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা চট্টগ্রামের পরিচালক গোলাম মোঃ আজম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা ফেনী জেলা উপপরিচালক আবু সালেহ মোঃ ফোরকান, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, এমওএমসিএইচ-এফপি ড. মনজুর মোর্শেদ রিপন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড. নজরুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ও দাগনভূঞা প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments