29 C
Bangladesh
Wednesday, April 24, 2024
spot_imgspot_img
HomeUncategorizedদাগনভূঞায় পুষ্টির জন্য সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টা বিষয়ক কর্মশালা

দাগনভূঞায় পুষ্টির জন্য সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টা বিষয়ক কর্মশালা

আবদুল্লাহ আল মামুন:
পুষ্টির জন্য সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় পুষ্টিসেবা এই কর্মশালার আয়োজন করে। দাগনভূঞা উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। খাদ্যে সুষম পুষ্টিগুণ ও স্বাস্থ্যে পরিমিত ক্যালরীগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জুলফিকার হায়দার, সমাজসেবা কর্মকর্তা আইনুল হোসাইন জিলানী, সমবায় কর্মকর্তা নূরুল মোস্তফা ও সহকারী শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) দিলরুবা লাইলী প্রমুখ। পুষ্টিসেবা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় পুষ্টিসেবা এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার প্রকৌশলী মোঃ নাজমুল আহসান। ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস) এর আয়োজনে ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিার কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, নার্স, শিক্ষকরা উপস্থিত ছিলেন। জানাগেছে, ২২টি মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় কর্মপরিধির মাধ্যমে পুষ্টিসেবা নিশ্চিত করার জন্য সরকার এ পদক্ষেপ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments