30 C
Bangladesh
Thursday, April 25, 2024
spot_imgspot_img
Homeপ্রশিক্ষণদাগনভূঞায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

দাগনভূঞায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

আবদুল্লাহ আল মামুন :
দাগনভূঞাতে আনসার ভিডিপি’র অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

১০দিনের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির রঞ্জন ভৌমিক, আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, প্রশিক্ষক মামুনুর রশীদ, দাগনভূঞা প্রেসক্লাব সদস্য সাংবাদিক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সকল গ্রামের বাছাইকৃত ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ মোট ৬৪ জনের অংশগ্রহণে গত ৫ সেপ্টেম্বর প্রশিক্ষণ শুরু হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের সনদপত্র, নগদ এক হাজার টাকা ও আনসার উন্নয়ন ব্যাংকে পাঁচশ টাকার শেয়ার প্রদান করা হয়।

উক্ত ১০ দিনের প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মজুমদার, ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক দাগনভূঞা শাখা ব্যবস্থাপক দ্বীন মোহাম্মদ।

আনসার ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া জানান, এই ১০ দিনের প্রশিক্ষণার্থীগণ ভিডিপি’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবে। প্রশিক্ষণ গ্রহণের পরে প্রশিক্ষণার্থীগণ সরকারি খরচে কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পারবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে এমন ২৭টি বিষয়ের উপর তারা প্রশিক্ষণ নিতে পারবে এবং অংশগ্রহণ করিলে তাদেরকে সনদসহ ভাতাও প্রদান করা হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments