36.3 C
Bangladesh
Wednesday, May 7, 2025
spot_imgspot_img
Homeসংবাদ সম্মেলননিষিদ্ধ ছাত্রলীগ দিয়ে মহিপুরে কলেজ ছাত্রদল কমিটি। সংবাদ সম্মেলনে প্রতিবাদ করে সিনিয়র...

নিষিদ্ধ ছাত্রলীগ দিয়ে মহিপুরে কলেজ ছাত্রদল কমিটি। সংবাদ সম্মেলনে প্রতিবাদ করে সিনিয়র সহ সভাপতির পদত্যাগ।

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ছাত্রলীগের সাবেক ও নিষিদ্ধ ঘোষিত নেতাদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগে নিন্দার ঝড়। এর প্রতিবাদে সদ্য ঘোষিত কমিটি সিনিয়র সহ সভাপতি রাইসুল ইসলাম রুপু ও যুগ্ম সাধারন সম্পাদক সিয়াম পদত্যাগ করেছেন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার শেষ বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদলের একাংশ। সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ সভাপতি রাইসুল ইসলাম রুপু এমন অভিযোগ করেন।

 এ সময় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলেজ ও মহিপুর থানা ছাত্রদলের সাবেক-বর্তমান নেতারা। তাঁদের অভিযোগ, আদর্শচ্যুত ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। তাঁরা এই কমিটি বাতিল করে ত্যাগী ও আদর্শবান নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন

গত ৬ মে ঘোষিত কলেজ ছাত্রদলের ১০ সদস্যের কমিটিতে মো. রবিউল ইসলামকে সভাপতি ও আসিবুল হক’কে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপরই এই কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

কলেজ ছাত্রদলের কমিটিতে মো:রবিউল ইসলাম ও সাকিব আল হাসান রাফিকে ঘিরে এমন বিতর্কের সৃষ্টি হয়। 

জানা গেছে, রবিউল পূর্বে একই কলেজ ছাত্রলীগের নেতা হিসেবে সক্রিয় ছিলেন এবং তাঁর ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একইভাবে রাফিও ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন, এখন তিনি ছাত্রদলেও সেই একই পদে জায়গা পেয়েছেন। এ নিয়ে সাবেক ছাত্রলীগের নেতারা তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিষয়টি এখন “টক অব দ্যা” টাউনে পরিনত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবি ও তথ্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কলেজ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক রাফসান আহম্মেদ রাকিব। এক পোস্টে তিনি লেখেন, “মজার ব্যাপার হলো একজন ছোট ভাই ছাত্রলীগে যে পোস্টে ছিল, ছাত্রদলেও সেই পোস্টেই আছে—শুধু নামটা বদলেছে।”

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবী একটি পক্ষ এই কমিটি চক্রান্ত করছে।  

এ বিষয়ে মুঠোফোনে  রবিউল ইসলম বলেন, ছবিটা আমাকে সাথে নিয়ে জোর করে তুলেছে, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করে আসছি, এটা আমার বিরুদ্ধে চক্রান্ত। 

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কমিটির বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের পদ বঞ্চিত সহ একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments