38 C
Bangladesh
Thursday, April 25, 2024
spot_imgspot_img
Homeপটুয়াখালীনৌ প্রতিমন্ত্রীর সাথে জেলা প্রশাসক পটুয়াখালীর ভিডিও কনফারেন্স।

নৌ প্রতিমন্ত্রীর সাথে জেলা প্রশাসক পটুয়াখালীর ভিডিও কনফারেন্স।

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আযহা-২০২০ সামনে রেখে নৌ পরিবহনের সার্বিক স্বাস্থ সুরক্ষা নিশ্চিত করতে করনীয় সম্পর্কে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সাথে ভিডিও কনফারেন্স করেছে জেলা প্রশাসক পটুয়াখালী।

DC Patuakhali নামক জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত ফেসবুক পেজে এক স্টাটাসের মাধ্যেমে নিশ্চিত করেন।

ফেসবুক স্টাটাসটি হুবহু দেয়া হলো।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২০ উপলক্ষে ফেরী সার্ভিস ও দেশের বিভিন্ন নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি মহোদয়ের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সে নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় কমিশনারবৃন্দ সহ প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কনফারেন্সে পটুয়াখালী প্রান্তে যুক্ত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং পোর্ট অফিসার, পটুয়াখালী।

সভায় জেলা প্রশাসক পটুয়াখালী জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট স্থাপন, বন্দরের বাইরে লঞ্চের টিকিট ক্রয়ের ব্যবস্থাসহ গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সাথে তিনি পটুয়াখালী জেলার দূরবর্তী উপজেলা রাঙ্গাবলীর যাতায়ত ব্যবস্থা সহজিকরণের লক্ষ্যে অত্র নৌরুটে ফেরী সার্ভিস চালু করার প্রস্তাব করেন।

কনফারেন্সে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসন্ন ঈদে স্বাস্থ্যবিধি মেনে ফেরী সার্ভিস ও বিভিন্ন নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২০ উপলক্ষে ফেরী সার্ভিস ও দেশের বিভিন্ন নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল,…

Posted by DC Patuakhali on Wednesday, July 15, 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments