30 C
Bangladesh
Friday, March 29, 2024
spot_imgspot_img
Homeজন দূর্ভোগপাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ।

ঝড়ো বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। একই কারণে লঞ্চ চলাচল বন্ধ আছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজির হাট নৌপথেও। নৌ দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে ঝড়ো বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে পড়ে। এ ছাড়া নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজির হাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক আছে। লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে করে নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছেন।

®বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল আলম বলেন, পাটুরিয়া-দৌলতদিয়ায় ২২টি এবং আরিচা-কাজির হাট নৌপথে ১১টি লঞ্চ চলাচল করে। বৈরী আবহাওয়ায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এসব লঞ্চ চলাচল বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।

সূত্রঃপ্রথম আলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments