37 C
Bangladesh
Friday, April 19, 2024
spot_imgspot_img
HomeUncategorizedফুলবাড়ীতে কবর ধবংসের অভিযোগে মামলা দায়

ফুলবাড়ীতে কবর ধবংসের অভিযোগে মামলা দায়

এস মন্ডল ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের দণি বাসুদেবপুর (পুরাতন বন্দর) এলাকায় নুরপুর মৌজায় শতবর্ষ পুরনো কবরস্থানের শতাধিক কবর কাটার অভিযোগে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।গত বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টায় এলাকাবাসীর পে মোঃ অহিদুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ মোশারফ হোসেন (মোশা) সহ ৬ জনকে আসামী করে বাংলাদেশ দন্ডবিধির ২৯৫, ২৯৭, ৫০৬ ও ৩৪ ধারায় ফৌজদারী মামলা দায়ের করা হয়। মামলা নং- সিআর ১৯/২৩।মামলার আরজি সূত্রে জানা যায়, বাসুদেবপুর, নুরপুর ও দাদপুর এই তিন গ্রামের একমাত্র কবরস্থান এটি। একশ বছরের পূর্ব হতে সর্বসাধারণের কবরস্থান হিসেবে তিন গ্রামের মৃত ব্যক্তিদের সমাহিত করা হয়। কবরস্থানটি নুরপুর মৌজার সাবেক দাগ ১৬৬, হালদাগ ২৭৫ এ জমির পরিমাণ ২.২০ একর। এস এ খতিয়ানমূলে দাবীকৃত ব্যক্তিবর্গ তছির উদ্দিন মন্ডল, এজার উদ্দিন মন্ডল ও আফাজ উদ্দিন মন্ডল। তাদের পিতা মৃত বছির উদ্দিন মন্ডল উল্লেখিত গ্রামবাসীকে মৃত ব্যক্তিদের কবরস্থ করতে কোনো দিনও বাধা দেননি। তার তিন ছেলে তছির উদ্দিন মন্ডল, এজার উদ্দিন মন্ডল ও আফাজ উদ্দিন মন্ডল জীবিতকালে নালিশী কবরস্থানে কবর দিতে কাউকে কখনও বাধা দেননি। বরং তারা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকেনকবর দেওয়ার জন্য আহবান করেছেন। বছির উদ্দিনের তিন ছেলের মৃত্যুর পরে তাদের ছেলেরাও কবর দিতে নিষেধ না করলেও মৃত আফাজ উদ্দিন মন্ডলের ছেলেরা কবরস্থান ধ্বংসের নিমিত্তে প্রায় শতাধিক কবর কেটে পুকুর ভরাট করেন।মৃত আফাজ উদ্দিন মন্ডলের ছেলে মোশারফ হোসেন (মোশা) সহ অপর ভাইয়েরা ভেপু মেশিন দিয়ে কবরস্থানের পাড় কাটার সময় এলাকাবাসী বাধা দিলে তারা এলাকাবাসীর সাথে খারাপ ব্যাবহার করেন এবং মৃত ব্যক্তিদের অবমাননাকর মন্তব্য করতে থাকেন। দফায় দফায় তাদের সাথে আলোচনায় বসলেও একপ উপস্থিত না হওয়া এবং অপর দু’প কবরস্থানের জায়গা ছেড়ে দিবো দিবো বললেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। একারণে এলাকাবাসী নিরুপায় হয়ে থানায় মামলা করতে গেলেও থানা মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। সেকারণে আদালতে মামলা করা হয়।ইতোপূর্বে শতাধিক কবর কেটে পুকুর ভরাট করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে তিন গ্রামের শত শত এলাকাবাসী অংশ গ্রহণ করে। মানববন্ধন শেষে ওই তিন গ্রামের শতশত এলাকাবাসীর গণস্বারিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়। এ ঘটনায় ধর্মপ্রাণ মানুষ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মামলার এক নম্বর আসামী মোশাররফ হোসেন মোশা’র দাবী কবর কাটা হয়নি বললেও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার তদন্ত রিপোর্টে কবর কেটে পুকুর ভরাট করা হয়েছে তা প্রমানিত হয়েছে। এখন বিষয়টি যেহেতু বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে দেখার বিষয় আদালত কি রায় দেয়। আদালত মামলাটি আমলে নিয়ে ফুলবাড়ী থানাকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেছেন। তদন্ত প্রতিবেদন দাখিলের পরে মামলার শুনানী শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments