এস মন্ডল প্রতিনিধি ফুলবাড়ী দিনাজপুর
সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশীদপুর গ্রামের ভূক্তভোগী দশ পরিবারের নারী ও পুরুষ সদস্যরা।
মানববন্ধন শেষে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন ওই ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ওই দশ পরিবারের নারী ও পুরুষ সদস্যরা মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য রশিদপুর গ্রামের মৃত অফুর উদ্দিনের ছেলে মো. আনছারুল ইসলাম, ইসমাইল হোসেনের ছেলে নূর ইসলাম, মৃত আব্দুল করিমের ছেলে ইউনুছ আলী, মৃত আব্দুল হালিমের ছেলে শাহের আলী হোসেন, এনামুল হকের স্ত্রী মোছা. রুখসানা বেগম, জহুরুল হকের স্ত্রী মোছা. মেহেরুন নেছা।
বক্তারা বলেন, গত পাঁচ মাস থেকে প্রতিবেশি কতিপয় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও পরধন লোভী, ভূমিদস্যু, নৈরাজ্যসৃষ্টিকারি হিসেবে এলাকায় পরিচিত একটি ভয়ঙ্কর গ্রুপের দাপটে ওই দশ পরিবারের মানুষজন এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না। ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সুযোগ বুঝে ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা উপজেলার নিরট্টি মৌজার জেএল নং-১৫৩ এর ৬ একর ৭০ শতাংশ ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে আমন মৌসুমের ধান কেটে নিয়ে যায়। এতে বাধা দিতে যাওয়ায় বাড়ীঘরে হামলাসহ অগ্নিসংযোগ করা হয়। প্রতিনিয়ত জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে ওই সন্ত্রাসী গ্রুপ। তাদের ভয়ে রাস্তাঘাটে চলাচল করতে পারছেন না, এমন কি বাজার ঘাটও করতে পারছে না ভূক্তভোগী ওই পরিবারগুলো।
ভূক্তভোগীরা জানান, বর্তমানে জমির বোরো ধান কাটার সময় এসেছে, এ সময় ওই সন্ত্রাসীরা ইতোমধ্যেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাহিদানুযায়ী চাঁদার অর্থ দেওয়া না হলে পূর্বের মতোই জমির বোরো ধান কেটে নিয়ে যাবে তারা বলেও হুমকি দিচ্ছে।
মানববন্ধন শেষে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন ওই ভুক্তভোগী পরিবারের সদস্যরা।