38 C
Bangladesh
Tuesday, April 23, 2024
spot_imgspot_img
Homeমানবতাফেনীর দাগনভূঞায় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফেনীর দাগনভূঞায় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দাগনভূঞা উপজেলার দারুল আনসার মাদ্রাসার আয়োজনে ২য়বারের মতো কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার (৯ এপ্রিল) দুপুরে অত্র মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতী (র:) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ সফি উল্যা এর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা ইহতিশামুল হক ও হাফেজ নাদের চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মাইজদী জামেয়া ইসলামীয়া মাদ্রাসার মোহাদ্দিস মুফতী মোঃ লোকমান সোবহানী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, দাগনভূঞা আশরাফুল উলূম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মহী উদ্দিন, মহিপাল সড়ক-জনপথ মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ, ক্বারী ইব্রাহী ও অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য জসীম উদ্দিন প্রমুখ। প্রতিযোগিতায় বিচারক এর দায়িত্বে ছিলেন পরিকোট মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আশরাফ ও মারকাযুল কারীম মাদ্রাসার পরিচালক মুফতী সুহাইল। প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সম্মাননা স্মারক ক্রেষ্ট, সনদসহ মূল্যবান পুরস্কার তুলে দেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments