29 C
Bangladesh
Wednesday, April 24, 2024
spot_imgspot_img
Homeনির্বাচনভান্ডারিয়া ৫ চেয়ারম্যান ও ৬০ সদস্যদের শপথ গ্রহণ।

ভান্ডারিয়া ৫ চেয়ারম্যান ও ৬০ সদস্যদের শপথ গ্রহণ।

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নব নির্বাচিত পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ৪৫ সাধারণ সদস্য এবং ১৫ সংরক্ষিত মহিলা সদস্য আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন।শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন নব নির্বাচিত পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এরা হলো জাতীয় পার্টি- জেপি মনোনিত বাই সাইকেল মার্কার মনোনিত ৫নম্বর ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ছিদ্দিকুর রহমান টুলু, ৭নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ২নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেজবাহ্ উদ্দিন আরিফ জোমাদ্দার এবং আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনিত ১ নম্বর ভিটাবাড়িড়য়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান এনামুল করিম পান্না এবং ৩নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদ মো. শামসুউদ্দিন হাওলাদার এছাড়া একই কক্ষে পৃথক ভাবে ঐ সকল ইউনিয়নে নির্বাচিত ৪৫জন সাধারণ পুরুষ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা ১৫জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর।
শপথ গ্রহন শেষে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, নব নির্বাচিত চেয়ারম্যানদের পক্ষে মো.ছিদ্দিকুর রহমান টুলু, সাধারণ সদস্যদের পক্ষে মো. শওকত হোসেন সোহাগ এবং সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে হামিদা বেগম প্রমুখ।
প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, ভান্ডারিয়া উপজেলায় প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। দেশের কিছু স্থানে কিছু ত্রুটি বিচ্যুতি ঘটনা ঘটার খবর শুনলেও এখানে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বরদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্ব স্ব ইউনিয়নের সকল জনমানুষের প্রতিনিধি হিসেবে আন্তরিক ভাবে কাজ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments