36 C
Bangladesh
Thursday, April 18, 2024
spot_imgspot_img
Homeঅর্থনীতিমঠবাড়িয়ায় ৪ তলা বিশিষ্ট জিকে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি

মঠবাড়িয়ায় ৪ তলা বিশিষ্ট জিকে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি

মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার হলতা গুলিসাখালী জিকে মাধ্যমিক বিদ্যালয়ের ৩ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা নতুন স্কুল ভবন উদ্বোধন করা হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে শনিবার সকালে দৃষ্টি নন্দন আধুনিক এ স্কুল ভবনটির শুভ উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ^াস এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, জেলা নির্বাহী প্রকৌশলী প্রতিভা রানী সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঞা, স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, আ‘লীগ নেতা মো. হারুন অর রশিদ খান, সাবেক ইউপি চেয়ারম্যান, মোঃ ফারুক আহম্মেদ, ব্যাংক কর্মকর্তা মেজবা উদ্দিন রঞ্জু, সাবেক প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা প্রমূখ।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স ইফতি ইটিসিএল প্রাঃ লিঃ ২০১৯ সালে মে মাসে এ নতুন ভবনের কাজ শুরু করেন। সম্প্রতি ৪ তলা বিশিষ্ট আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। ভবনটিতে রয়েছে ১২ টি কক্ষ, সুবিধা সম্পন্ন দু‘পাশে রয়েছে ওয়াশরুম।

প্রধান অতিথি ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি বলেন, শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক ভবন নির্মাণ করছেন। পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল ভবন আধুনিকায়ন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments