নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী মহিপুরে অপারেশন ডেভিল এন্ড এর অংশ হিসেবে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে মহিপুর থানার ডালবুগঞ্জ ও কুয়াকাটা পৌরসভায় পরিচালনা করে তাদেরকে নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হ্যান্ড এর অংশ হিসেবে ডালবুগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য রুহুল আমিন হাওলাদার (৫০) ও কুয়াকাটা পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন মোল্লাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে অপারেশন ডেভিল হ্যান্ড’র মাধ্যমে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) সকালে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।