38 C
Bangladesh
Thursday, May 8, 2025
spot_imgspot_img
Homeসংবাদ সম্মেলনমহিপুরে কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন।

মহিপুরে কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী জেলাধীন মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে নবগঠিত ছাত্রদলের সভাপতি রবিউল। বৃহস্পতিবার শেষ বিকেলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদ্য ঘোষিত কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন, নিষ্ঠার সাথে ছাত্রদলের রাজনীতি করে আসছি। দলের দুঃসময়ে পাশে ছিলাম। এখনো আছি। আগামীতেও থাকবো। যোগ্যতার ভিত্তিতে থানা, উপজেলা বিএনপি, জেলা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সিদ্ধান্তে কলেজ ছাত্রদলের আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পদ বঞ্চিত ছাত্রদলের একাংশ কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ ট্যাগ দেয়া হচ্ছে। গত ৭ মে কমিটি বিলুপ্ত চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে পদ পদবী বঞ্চিত ছাত্রদলের একাংশ। যে অভিযোগ আনা হয়েছে তা আদৌ সত্য নয়।
রবিউল আরো বলেন,আমিসহ কমিটির সদস্যদের কেউ কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কমিটিকে বিতর্কিত করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট পোষ্ট দিয়ে দলীয় এবং পারিবারিক ভাবমূর্তি ক্ষুন্নের পায়তারা চালাচ্ছে।

তিনি আরো বলেন, ২০২৩ সালে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি রাস্টীয় জাতীয় প্রোগ্রামে জোর করে নিয়ে যায়। সেই প্রোগ্রামের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেয়। আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক সাকিব আল হাসান রাফি বলেন, আমি কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। ফেসবুকে যে কমিটির কাগজ দেখানো হচ্ছে এই বিষয় আমি কিছুই জানি না। গতকাল বুধবার যা প্রথম আমার দৃষ্টি গোচর হয়েছে। মূলত আমার সহকর্মী ছাত্রদলের বন্ধুরা প্রত্যাশিত পদ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে এই কমিটিকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছেন। সিনিয়র নেতারা দীর্ঘদিনের ত্যাগ বিবেচনায় নিয়ে এই কমিটি ঘোষণা করেছেন। আমরা সবাইকে সংঘটিত করে ছাত্রদলকে আরো শক্তিশালী করবো জানান তারা।
সংবাদ সম্মেলনে নবগঠিত ছাত্রদলের কমিটির বেশিরভাগ সদস্যরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments